নাগরিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ কায়সার বলেছেন জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের গণতন্ত্র, ন্যায় এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার পথে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে । তাঁদের রক্তস্নাত পথ আমাদের জন্য প্রেরণার বাতিঘর হয়ে থাকবে। শনিবার ১৯ জুলাই জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে “গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ” শীর্ষক আলোচনা সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগ যেন কোনো ভাবেই বৃথা না যায়,সেজন্য গণতন্ত্র, ন্যায় এবং অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়াও সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু, জেএসডির তানিয়া রবসহ গণঅভ্যুত্থানে অংশ নেয়া সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।